লিটনের ১৯ বলে ৪৩ রানই টাইগারদের জয়ের ভিত্তি মজবুত করে

লিটন দাস বাংলাদেশ দলের উধিয়মান এক উজ্জ্বল নক্ষত্র।লিটকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম ব্যঙ্গাত্মক কথাবার্তা লেখা হয়নি। কিন্তু শনিবার বাংলাদেশর জয়ের পর
লিটন বন্দনার কমতি হয়নি। তবে এ কথা সত্য কাণ্ডারি হয়ে মুশফিকুর রহিম দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে, কিন্তু ভিতটা গড়ে দিয়েছিলেন এই লিটনই। তার ১৯ বোলে ৪৩ রানের
বিশাল এক ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিল টাইগার শিবিরে। অথচ এই নিদাহাস সিরিজে খেলারই কথা ছিল না লিটনের!

আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসানকে রেখেই দল ঘোসনা করেছিল নির্বাচকরা। আশা ছিল শেষ দুটি ম্যাচ হলেও সাকিব কে পাওয়া যাবে। আর তারই দরুন সাকিবের বদলী হিসাবে দলে ঠাই হয়য় লিটনের।
টি-টোয়েন্টিতে এখনো হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটনের ৭ রানের জন্য আক্ষেপ নেই, বরং খুশি দলের জয়ে জন্য।লিটন বলেন আমি সাধ্য মত চেষ্টা করেছি।আর কিছু নয়।

তবে লিটনের দৃষ্টিনন্দন ছিল দুশমন্ত চামিরার ওভারে পর পর দুই বলে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে মারা চার ও ছয়ের মার।

উল্লেখ্য, ১৯ বলে ৪৩ রান করেন লিটন