শিরোপার হাতছানিতে ভাবছে গোটা দেশ

কোন এক সাইক্লোনের পর যেমন চারিদিক নিঃশ্চুম থাকে ঠিক তেমনই চেহারা প্রেমাদাসা স্টেডিয়াম। কোথাও কোন কোলাহল দেখাগেল না। কোন কর্মকর্তাকে টাই পরে আজ ঘুরে বেড়াতে দেখা গেল না। সব যেন কেমন উলটাপালটা । তবে ভারত মহাসাগর পাড়ে আজকের ফাইনাল নিয়ে কলম্বো যতই নিষ্পৃহ থাকুক না কেন, বঙ্গোপসাগর পাড়ে যে উথালপাতাল চলছে, তা থাম্বার নয়। আজ ১৬ কোটি বাঙ্গালীর এক্টাই স্বপ্ন ট্রফি নিয়ে ফিরবে টাইগার টিম।
আজ ভারতের বিপক্ষে ‘বদলা’ নেওয়ার সুযোগ। ব্যাঙ্গালুরু থেকে মিরপুরে এশিয়া কাপের ফাইনাল- বারবার ছায়ায় মিলিয়ে গেছে বাংলাদেশের জয়। বারবার আহত হয়েছে হৃদয়। তবে আজ আর হৃদয়ে রক্তক্ষরণ নয়। আজ আর ঢাল নয়, তলোয়ার চালানোর দিন! লাল সবুজের পতাকা আজ আবার তর তর করে উড়বে আটাই আশা কোটি বাংলাদেশীর মনের ইচ্ছা ‘

পরপর দুই ম্যাচে লংকাকে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাসে উদ্বেলিত বাংলাদেশ দল। তবে খুব সতর্কভাবে ক্রিকেটারদের ভেতরে জমে থাকা এই অনুভূতি চাপা রাখার চেষ্টা করছেন কোচ কোর্টনি ওয়ালশ ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন । তবে আজ দলের একাদশে কোনো পরিবর্তনের খবর নেই। সেদিনের সেই এগারো ক্ষিপ্র বাঘ নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।