শেষ ম্যাচে যে হবেন অধিনায়ক, যার পরিবর্তে খেলতে পারেন সাকিব, খেলার সম্ভাবনা কতটুকু!

আগামীকাল অঘোষিত সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন সাকিব। এই কথা জানিয়েছে বিসিবি নিজেই। আর এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছে লঙ্কান দল। তবে কার পরিবর্তে খেলবেন সাকিব? বা তার খেলার সম্ভানাই কতটুকু?

দলে কে নেতৃত্ব দিবেন সেই প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে এসব নিয়ে সংশয়ের জায়গা নেই। সে যদি খেলার মতো অবস্থায় থাকে, তাহলে আমরা বসে সিদ্ধান্ত নেব দলের জন্য কোনটি ভালো হবে। যাই করি না কেন, বাংলাদেশের ক্রিকেটের ভালোর স্বার্থে করা হবে। কেবল ফিট হলেই ওকে বিবেচনা করা হবে।’

এছাড়াও দল থেকে কাকে বাদ দেওয়া হবে? সাকিবের পরিবর্তে একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু লিটন এই মুহূর্তে ফর্মে আছেন। তাই তাকে বাদ না দেওয়ার সম্ভাবনা বেশি।অন্যদিকে দলের অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে কোনটাতেই পারফম্যান্স নেই। তাই মিরাজের পরিবর্তে সাকিবের খেলার সম্ভাবনা অনেক বেশি।