সংবাদ সম্মেলনে নিজের দোষ স্বীকার করলেন সাকিব

নিদহাস ট্রফির শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর সেই ম্যাচে ১৯ তম ওভারে ঘটে যায় এক ব্যাতিক্রমী কাহিনী। মোস্তাফিজের মাথার উপর দিয়ে যাওয়া বলটি নো বল না দেওয়াতে ক্ষেপে যান সাকিব। রাগে প্লেয়ারদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন।

ম্যাচের পর সাকিব আল হাসান কথা বললেন এভাবেই, ‘টি-টোয়েন্টি খেলায় এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক না। প্রতি মুহূর্তেই উত্তেজনা, আবেগ। মাঝে মাঝে আবেগ চড়ে বসে। তবে দলের অধিনায়ক হিসেবে সতর্ক থাকবো। পরবর্তী সময়ে আমি আরও সতর্ক থাকবো। মাঠে সব সময়ই আমরা শক্ত প্রতিযোগী। তবে বাইরে কিন্তু আমরা সবাই বন্ধু।’

এমন জয়ের মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কাকেই কৃতিত্ব দিয়েছেন সাকিব! তার মতে, ‘কৃতিত্ব দিতে গেলে শ্রীলঙ্কাকেই দিতে হয়। ওরা দ্রুত ৫ উইকেট হারিয়ে বসে খেই হারিয়ে ফেলেছিল। আর এই টার্গেটের কৃতিত্ব দিতে হয় তাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরই।’