সরকার বিচার কজে হস্তক্ষেপ করেনা : আইনমন্ত্রী

আজ সোমবার খলেদা জিয়ার জামিনের পর আইনমন্ত্রী প্রমান হলো সরকার বিচার কাজে কোনো হস্তক্ষেপ করে না। এর আগে আজ দুপুরে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদলতে যারা পক্ষে বিপক্ষে শুনানি করেন, আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

উল্লেখ্য,গতকাল রোববারই আদেশ দেয়ার কথা ছিল । কিন্তু বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন।