সাকিবের মাঠে ফেরা নিয়ে এবার যা বললেন বিসিবি চিকিৎসক!

ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ঘরের মাটিতে নিদাহাস ট্রফির ফাইনালে আঙুলে চোট পান তিনি। তবে অবশেষে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রবিবার দেশে ফিরেই সোমবার অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।

অনুশীলন করতে পেরে সন্তুষ্টি ঝরেছে বিশ্বসেরা অলরাউন্ডারের কণ্ঠে। ইনডোর থেকে বের হয়ে ঘাম মুছতে মুছতে বললেন, ‘সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। ব্যাটিং-বোলিং করতে পারায় ভাল লাগছে।’

অন্যদিকে সাকিব অনুশীলনে নামার আগে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘স্পোর্টস অ্যাকটিভিটিতে ফেরা আর ম্যাচ ফিটনেসের মধ্যে পার্থক্য আছে। ম্যাচ ফিটনেসের জন্য আরেকটু সময় নিতে হবে। কেননা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। সেটা অবশ্যই সাকিব সিদ্ধান্ত নিবে। তবে আমরা চেষ্টা করছি আপাতত স্পোর্টিং ফিটনেস ফিরিয়ে আনতে। হয়ত আগামী ৫-৭ দিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে এবং তাড়াতাড়িই সে খেলায় ফিরতে পারবে।’

গত ৬ মার্চ কলোম্বতে দলের সঙ্গে দুই দিন সময় কাটিয়েছেন সাকিব। এরপর সেখান থেকেই আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। এরপর সেখান থেকে চিকিৎসা শেষ করে রবিবার দেশে ফিরেছেন সাকিব।