স্ত্রী হাসিনের সঙ্গে পুনর্মিলনের আর সম্ভবনা নেই শামির!

এক সপ্তাহেরও বেশ সময় ধরে জীবনের সব থেকে কঠিনতম সময় কাটাচ্ছেন মোহাম্মদ শামি। স্ত্রী-র আনা একের পর এক অভিযোগে বিপর্যস্ত তাঁর জীবন।

স্ত্রী-র সঙ্গে পুনর্মিলনের সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে! এমনটাই মনে করছেন মোহাম্মদ শামি। জাতীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করে বসলেন তারকা ভারতীয় পেসার। এক সপ্তাহেরও বেশ সময় ধরে জীবনের সব থেকে কঠিনতম সময় কাটাচ্ছেন মোহাম্মদ শামি। স্ত্রী-র আনা একের পর এক অভিযোগে বিপর্যস্ত তাঁর জীবন। বার বার স্ত্রী-র কাছে সন্ধি প্রস্তাব পাঠালেও অন্যপক্ষ থেকে কোনওরকম সাড়া আসেনি।

এবার জাতীয় এক হিন্দি প্রচারমাধ্যমে মোহাম্মদ শামি জানালেন, ‘‘পরিবারের ভবিষ্যৎ রক্ষা করার জন্য প্রাণপ্রণে চেষ্টা চালিয়ে গিয়েছি। তবে হাসিন আমাদের সম্পর্ককে কোর্টে নিয়ে যেতে বদ্ধপরিকর। পরিবারের জন্য যে কোনও কিছু করতে প্রস্তত ছিলাম।’’

হতাশ গলায় মোহাম্মদ শামি বলেছেন, ‘‘আমার পরিবারের সদস্যরা গত সাতদিন ধরে কলকাতায়। তবে হাসিনের পরিবারের কাছ থেকে কোনও রকম সাড়া পাইনি। এতেই পরিষ্কার, আর কোনও আশা বেঁচে নেই। স্ত্রী-র সঙ্গে পুনর্মিলনের আর কোনও রকম সম্ভবনাই নেই।’’

এর আগে হাসিন জাহান ভাশুরের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ এনেছিলেন। সামি সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন। সামির যুক্তি, ‘‘নিজেকে নির্দোষ প্রমাণের সমস্ত নথিই রয়েছে। ডিসেম্বরের ২ থেকে ৬ তারিখে টেস্ট চলছিল দিল্লিতে। ভুবি-র রিসেপশনে আমরা হাজির ছিলাম তাজ-এ।’’ এর পরে শামি সংযোজন, ‘‘আমি একটা স্লিভলেস জ্যাকেট পরে ছিলাম। আমরা ৭ ডিসেম্বর সকাল দশটায় বেরিয়ে আসি। বিকাল সাড়ে তিনটে নাগাদ আমরা শহরে পৌঁছই। সেই দিনেই হাসিন আমার দাদা-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে।’’

সেই অভিযোগের সারবত্তাও নেই, জানিয়ে শামি বলছেন, ‘‘আমাকে ও হোয়্যাটসঅ্যাপে পিং করে জানতে চায় কেন আমি স্লিভলেস জ্যাকেট পরেছি। আমার দাদা আমাদের সঙ্গে থাকেও না। ও কোনওভাবে এই ঘটনায় আসতেই পারে না!’’

একসপ্তাহের মধ্যেই সামির বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।