স্বর্নকারের বাড়িতে চুরি করতে গিয়ে উল্টো নিজেদের টাকাই হারিয়ে আসলে চোর

চুরি করতে গিয়ে নিজের ট্যাঁক থেকেই টাকা খোয়াতে হল চোরকে। হাস্যকর শুনতে লাগলেও এমনটাই ঘটেছে বেঙ্গালুরু শহরে।

২০ ফেব্রুয়ারি জেসি নগরের এক স্বর্ণকারের বাড়িতে চুরি করতে যায় এক দল চোর। গৃহকর্তা এবং তাঁর পরিবারের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে বাড়ি থেকে ২৫ কেজির একটি সিন্দুক তুলে নিয়ে যায় তারা। এমনই প্রকাশ পেয়েছে এক সর্বভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

তবে তার পরের ঘটনা সত্যিই অভাবনীয়। সিন্দুকে রাখা ছিল ১০০ টাকার একটি নোট।

এত কসরত করে চুরি করা সত্ত্বেও মাত্র ১০০ টাকাই জুটলো ওই চোরেদের কপালে। পরে ক্ষিপ্ত হয়ে সিন্দুকটি ফেলে দিলেও বিপদ থেকে রেহাই মিলল না শেষমেষ।
চুরির ঘটনা জানতে পেরে জেসি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত স্বর্ণকার। দিন-দুইয়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট এবং দফতরে পাহারাদারের কাজ করত ওই চোরেরা। স্বর্ণকারের বাড়ির কাজের লোকও ছিল ওই চোরেদেরই একজন। বাড়ি ফাঁকা থাকার কথা সে-ই জানিয়েছিল নিজের দলকে।
ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকার সোনা ও অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার করেছে পুলিশ।