হিজাব পরেই ক্যাটওয়াক করলেন শাহিরা

হিজাব মুসলিম নারীদের অন্যতম একটি বস্ত্র। এই হিজাব নিয়ে পশ্চিমা দেশগুলোতে বিতর্কের শেষ নেই। এমন কি হিজাব পরা নাড়িদের পড়ে হয় নানা বিড়ম্বনায়,হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার ঘটে গেল নয় রকম এক ঘটনা। ২০ বছর বয়সী শাহিরা ইউসুফ এত প্রতিকূলতার মধ্যেও হিজাব পরেই ব্রিটেনবাসীর মন জয় করেছেন। তিনিই হতে যাচ্ছেন যাশন দুনিয়ার পরবর্তী আইকন।

শাহিরাই প্রথম যিনি হিজাব পরে ক্যাটওয়াক। শাহিরার জন্ম লন্ডনে কিন্তু তার মা বাবা এসেছেন সোমালিয়া থেকে।
শাহিরা আরও বলেন, আমি যে একজন মুসলমান এবং আমি হিজাব পরি, এটা নিয়ে আমার নিজের কোন মাথাব্যথা নেই। তাই বলে কেউ যেন আমাকে অপাত্র বলে বিবেচনা না করেন। আমি চাই ফ্যাশন দুনিয়ার বাইরে সমাজ যেভাবে বদলে যাচ্ছে, তেমনি ফ্যাশন দুনিয়ার ভেতরের সংস্কৃতিতেও পরিবর্তন আসুক।

তিনি আরো বলেন,আমি১৭ বয়সেই মডেলিং্যের প্রস্তাব পাই করিনি কারণ তখন আমার বয়স কম ছিল।তখন আমার জ্ঞান বুদ্ধিও কম ছিল,তাই বড় হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। না হলে ফ্যাশন দুনিয়া আপনাকে গিলে খেতে পারে।

শাহিরা আরো জানান, এই পেশায় আসার সময় আমি নিজে কিছু সীমানা বেঁধে দিয়েছি। এই সীমানা কাউকেই অতিক্রম করতে দেব না।