১৭ বছর আগে কিনা হয়েছিলো সেই এয়ারক্রাফটটি

এই বছরে সবচেয়ে আলোচনা বিমান দুর্ঘটনার মধ্যে ছিলো আজকের ইউ এস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনার ইস্যূটি। বাংলাদেশ সময় বিকেল ৩.২০ মিনিটে নেপালের কাঠমুন্ডুর ত্রিভূবন এয়ারপোর্টে ঘটে দুর্ঘনাটি। টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের মাঠে আছড়ে পড়ে। ঘটনায় এখন প‌র্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে যায় দুর্ঘটনাটি। রানওয়েতে নামার বদলে বিমানটি বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় তাতে।

এখনও পর্যন্ত ১৭জনকে আশঙ্কাজনক অবস্থায় বিমানটি উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটিতে ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪ জন চালক ও বিমানকর্মী।

বিমানটি ভেঙে পড়তেই উদ্ধারকাজে নামে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধার করা হয় ‌একাধিক ‌যাত্রীকে। ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যেই দুর্ঘটনার সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমানটি ১৭ বছরের পুরনো বলে জানা গেছে। তবে এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়।

যদিও এই সপ্তাহে ছোটখাটো আর অনেক দুর্ঘটানার স্বীকার হয়েছিলো ইউ এস বাংলা এয়রালাইন্স। আর সেটার পরিপ্রেক্ষিতেই এয়ারলাইন্সের মেইন্টেনেন্সের গাফলতি বারবার দৃষ্টিমান হয়।