২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান টিটে

সামনেই রাশিয়া বিশ্বকাপ। আর এই বিশ্ব্কাপের আগে এই মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই দুটি ম্যাচের জন্য দলঘোষনা করতে গিয়ে আরো একটি স্বপ্নের কথা জানান টিটে।

ব্রাজিলের কোচের চেয়ার এমনিতেই গরম। এই চেয়াররে থাকাটা অনেকটাই আগুনের উপর বসে থাকার মত। ২০১৩ সালে কনফেডারেশন কাপ জিতানো স্কলারি বহিষ্কার হল ২০১৪তে বিশ্বকাপে ব্যর্থতার পর। এর আগে পরে দুইবার দুঙ্গা বরখাস্ত হল। এরপর দায়ীত্ব এল টিটের কাধে। তাই টিটে ভালো করেই জানেন এই কোচের চেয়ারে বসে থাকা কতটা কঠিন।

তবে এই কঠিন কাজটিই ২০২২ সাল পর্যন্ত করতে চান টিটে। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আমি ব্রাজিলের কোচ হয়ে ২০২২ সাল পর্যন্ত থাকতে চাই। তবে যদি ব্রাজিল ফুটবল ফেডারেশন বিশ্বকাপের পর আমার উপর চাপ সৃষ্টি না করে।