বিশ্বকাপে কোন দল কোথায় ক্যাম্প করবে জেনে নিন

দিন গননা শুরু হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপের। আর মাত্র তিনটি মাস বাকি ফুটবলের সবচেয়ে আসরের। আগামী ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরের।

এদিকে প্রতিটি দলই তাদের সুবিধা মত স্থানে বিশ্বকাপ ক্যাম্প তৈরি করবে। এবার চলুন দেখে আসি কোন দল কোথায় ক্যাম্প তৈরি করবে।

দলের নাম- জায়গার নাম- টিম হোটেলের নাম- ট্রেইনিং সাইট

রাশিয়া- মষ্কো
সৌদি আরব- সেন্ট পিটার্সবার্গ
মিশর- গ্রোজনি
উরুগুয়ে- নিজনি নোভগোরোদ

পর্তুগাল- মষ্কো রিজিওন
স্পেন- ক্রাসনোদার
মরক্কো- ভোরোনেজ
ইরান- মস্কো রিজিওন

ফ্রান্স- মস্কো রিজিওন
অষ্ট্রেলিয়া- কাজান
পেরু- মস্কো রিজিওন
ডেনমার্ক- আনাপা

আর্জেন্টিনা- মস্কো রিজিওন
আইসল্যান্ড- জেলেন্ডজিক
ক্রোয়েশিয়া- লিনিনগার্ড রিজিওন
নাইজেরিয়া- এসেনতুকি

ব্রাজিল- সূচি
সুইজারল্যান্ড- টুগলিয়াটি
কোস্টারিকা- সেন্ট পিটার্সবার্গ
সার্বিয়া- কালিনিনগার্ড রিজিওন

জার্মানী- মস্কো
মেস্কিকো- মস্কো রিজিওন
সুইডেন- জেলেন্ডজিক
দক্ষিন কোরিয়া- সেন্ট পিটার্সবার্গ

বেলজিয়াম- মস্কো রিজিওন
পানামা- সারাসক
তিউনিসিয়া- মস্কো রিজিওন
ইংল্যান্ড- সেন্ট পিটার্সবার্গ

পোল্যান্ড- সুচি
সেনেগাল- কালুগা
কলম্বিয়া- টাটাস্টান রিপাবলিক
জাপান- কাজান