ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ইসরায়েলি হাসপাতালে ইরানের ক্লাস্টার বোমা! নেতানিয়াহুর হুংকার, ‘চড়া মূল্য দিতে হবে’ ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টি চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইরানের হামলায় আতঙ্ক, দেশ ছাড়তে সিনাইয়ে ইসরায়েলিদের ভিড় ছয় দিনের যুদ্ধ বনাম সাত দিনের প্রতিরোধ: ‘এইবার নয়’—ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান? ‘কেউই রেহাই পাবে না’: খামেনিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর ‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—প্রশ্নে ওবায়দুল কাদের বললেন, ‘সব কিছুরই সূত্র দেশ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৮৭২ বার পড়া হয়েছে

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সেনা অভ্যুত্থানে কমপক্ষে ১,৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো দায় আছে কি না, এবং তারা কি ক্ষমা চাইবে—এই প্রশ্নে মুখ খুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি কলকাতা থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?’

তিনি আরও বলেন, “সব কিছুরই মূল সূত্র হচ্ছে দেশ। দেশের ভেতরে বসেই যদি কোনো কিছু নিয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তবে সেটা অবশ্যই আমরা দেশের মাটিতেই করবো। রাজনৈতিক চিন্তা-ভাবনার প্রতিফলন দেশের ভেতরেই হওয়া উচিত।”

বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদেরের মতে, রাজনীতি ও রাজনৈতিক দায়বদ্ধতা কেবল দেশের অভ্যন্তরেই প্রকাশ পেতে পারে। তিনি বলেন, “যখন দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে, এবং আমরা রাজনীতি করতে পারবো, তখন যদি কোনো ভুল হয়ে থাকে, এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমরা কখনো পিছিয়ে থাকবো না।”

উল্লেখ্য, সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছেন বা দেশ ত্যাগ করেছেন। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—প্রশ্নে ওবায়দুল কাদের বললেন, ‘সব কিছুরই সূত্র দেশ’

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সেনা অভ্যুত্থানে কমপক্ষে ১,৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো দায় আছে কি না, এবং তারা কি ক্ষমা চাইবে—এই প্রশ্নে মুখ খুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি কলকাতা থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?’

তিনি আরও বলেন, “সব কিছুরই মূল সূত্র হচ্ছে দেশ। দেশের ভেতরে বসেই যদি কোনো কিছু নিয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তবে সেটা অবশ্যই আমরা দেশের মাটিতেই করবো। রাজনৈতিক চিন্তা-ভাবনার প্রতিফলন দেশের ভেতরেই হওয়া উচিত।”

বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদেরের মতে, রাজনীতি ও রাজনৈতিক দায়বদ্ধতা কেবল দেশের অভ্যন্তরেই প্রকাশ পেতে পারে। তিনি বলেন, “যখন দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে, এবং আমরা রাজনীতি করতে পারবো, তখন যদি কোনো ভুল হয়ে থাকে, এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমরা কখনো পিছিয়ে থাকবো না।”

উল্লেখ্য, সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছেন বা দেশ ত্যাগ করেছেন। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।