কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কের অবনতির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (১০ অক্টোবর) কাচিসার এলাকায় মাছ ছেড়ে প্রতিবাদ করেছেন।
দেবিদ্বার-চান্দিনা সড়কটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ হওয়ায় গুরুত্বপূর্ণ হলেও, সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙাচোরা এবং বড় বড় গর্তে পরিপূর্ণ। এর ফলে যাত্রীবাহি যানবাহন চলাচলে বিপদ তৈরি হচ্ছে এবং নিয়মিত দুর্ঘটনার ঘটনা ঘটছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এই রাস্তায় মানুষ চলাচল করে, কয়েক দিন আগে এখানে একটি ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না হলে মাছ চাষ করুন, মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবে।” তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তা এতোটাই খারাপ যে, এখানে জেল (দেশি) মাছ ছাড়া যায়। আমি মাছ ছাড়ছি, আপনিও ছাড়ুন।”
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসনাতের একটি ২ মিনিট ২ সেকেন্ডের ফোনকল রেকর্ড ভাইরাল হয়, যেখানে তিনি কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে কথা বলেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ২০ অক্টোবরের মধ্যে দেবিদ্বার নিউমার্কেট অংশের সড়ক সংস্কার শুরু না হয়, তাহলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করবেন।

ডেস্ক রিপোর্ট 



















