গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক স্বৈরশাসক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন—এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি দিল্লিতে তার সাম্প্রতিক বক্তব্যের দৃশ্য।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি নতুন নয়; বরং ২০১৮ সালের পুরোনো একটি ভিডিও।
তদন্তে দেখা যায়, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ‘Sadeq Sibli’ নামের এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে প্রকাশিত একটি ছবি এবং ‘Ifjal Chowdhury’ ও ‘MG Mawla’ নামের প্রোফাইলের ভিডিওগুলো আলোচিত ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায়। ঘটনাটি আসলে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে শেখ হাসিনার নিউইয়র্ক ত্যাগের মুহূর্তের দৃশ্য।
ডেইলি স্টারের ৩০ সেপ্টেম্বর ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন সন্ধ্যায় শেখ হাসিনা নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। পরদিন সকালে তিনি দেশে ফেরেন বলে যুগান্তরের ১ অক্টোবর ২০১৮ সালের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
📌 সিদ্ধান্ত: দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক উপস্থিতি দাবি করে প্রচারিত ভিডিওটি আসলে ২০১৮ সালের নিউইয়র্কের পুরোনো ভিডিও—এ দাবি ভুয়া ও বিভ্রান্তিকর।

ডেস্ক রিপোর্ট 




















