লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজছাত্রী মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) নিজ বাসায় জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খান বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়িতে মা-মেয়ে একা ছিলেন। দুর্বৃত্তরা বাসায় ঢুকে দুজনকে জবাই করে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বাজার থেকে পরিবারের অন্য সদস্যরা ফিরে এসে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় করেন। নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান মিজান বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারে ‘মিজান ক্রোকারিজ’ নামে একটি দোকানের মালিক। নিহত মেয়ে মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























