মহারাষ্ট্রের ভিওয়ান্ডির সালাহউদ্দিন আইয়ুবি মেমোরিয়াল উর্দু উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পরীক্ষার ফি না দেওয়ার কারণে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। ঘটনা ঘিরে ছেলেটির বাবা ফয়েজ খান ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
৩ অক্টোবর রাতে কাজ থেকে ফিরে ফয়েজ দেখেন, তার ছেলে ফাহাদ ফয়েজ খান কাঁদছে। ফাহাদ বাবাকে জিজ্ঞেস করে, “ফি কখন দেবে?”—যা প্রকাশ করছে তার অপমান ও ভয়। ফাহাদের প্রথম সেমিস্টারের প্রথম পরীক্ষা চলাকালীন, স্কুল কর্তৃপক্ষ তাকে ক্লাসের অন্যান্য ছাত্রদের থেকে আলাদা করে মেঝেতে বসিয়ে পরীক্ষা নেয়।
পরদিন ফয়েজ স্কুলে গিয়ে জানতে পারেন, তার ছেলে তৃতীয় তলায় বসেছে এবং মেঝেতে খবরের কাগজের ওপর পরীক্ষা দিচ্ছে। পরে তিনি পুলিশে অভিযোগ করেন। পুলিশ স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং শিশুটিকে স্কুলে ফেরত পাঠায় যাতে পরীক্ষা শেষ করতে পারে।
ফয়েজ দাবি করেন, ফাহাদের মোট স্কুল ফি ২,৫০০ টাকা, যার মধ্যে তিনি ১,২০০ টাকা পরিশোধ করেছেন। বাকি ১,৩০০ টাকার জন্য তাকে এই ধরনের অপমানের মুখোমুখি হতে হয়েছে। পরিবারটির অভিযোগ, স্কুল প্রশাসন শিশুটির আত্মসম্মান ও অধিকার লঙ্ঘন করেছে।
এদিকে, এনডিটিভি স্কুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 

























