ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে জনস্রোত: বৃষ্টি উপেক্ষা করে কান্দিরপাড়ে গণসমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে জনস্রোতে প্লাবিত হয় এলাকা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জেলার ১৭টি উপজেলা থেকে হাজারো মানুষ জড়ো হন কুমিল্লা বিভাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে।

‘বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা, যার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্য কুমিল্লাকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবু যুগের পর যুগ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিটি উপেক্ষিত থেকেছে।

তাদের অভিযোগ, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি অগ্রগতি পায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। অথচ বাস্তবতা হলো, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার অন্তর্গত ৪২টি আঞ্চলিক সরকারি দপ্তরের কার্যালয় ইতিমধ্যে কুমিল্লায় স্থাপিত রয়েছে। প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও ঐতিহাসিক প্রেক্ষাপটে কুমিল্লা বিভাগ এখন সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ হিসেবেই দিতে হবে। যে সব জেলা কুমিল্লার সঙ্গে থাকতে অনাগ্রহী, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন করা সম্ভব। বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে কান্দিরপাড় পূবালী চত্বর রূপ নেয় এক উৎসবে। ‘আমরা কুমিল্লাবাসী, চাই কুমিল্লা বিভাগ’—এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দীর্ঘদিনের এই ন্যায্য দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে তারা বলেন, “এবার আর পিছু হটার সময় নয়, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতেই হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে জনস্রোত: বৃষ্টি উপেক্ষা করে কান্দিরপাড়ে গণসমাবেশ

আপডেট সময় ০৬:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে জনস্রোতে প্লাবিত হয় এলাকা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জেলার ১৭টি উপজেলা থেকে হাজারো মানুষ জড়ো হন কুমিল্লা বিভাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে।

‘বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা, যার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্য কুমিল্লাকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবু যুগের পর যুগ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিটি উপেক্ষিত থেকেছে।

তাদের অভিযোগ, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি অগ্রগতি পায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। অথচ বাস্তবতা হলো, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার অন্তর্গত ৪২টি আঞ্চলিক সরকারি দপ্তরের কার্যালয় ইতিমধ্যে কুমিল্লায় স্থাপিত রয়েছে। প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও ঐতিহাসিক প্রেক্ষাপটে কুমিল্লা বিভাগ এখন সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ হিসেবেই দিতে হবে। যে সব জেলা কুমিল্লার সঙ্গে থাকতে অনাগ্রহী, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন করা সম্ভব। বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে কান্দিরপাড় পূবালী চত্বর রূপ নেয় এক উৎসবে। ‘আমরা কুমিল্লাবাসী, চাই কুমিল্লা বিভাগ’—এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দীর্ঘদিনের এই ন্যায্য দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে তারা বলেন, “এবার আর পিছু হটার সময় নয়, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতেই হবে।”