‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ সমাজকর্মী মাহবুব আল হাসান। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন তিনি।
নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে একই বছরে আলিম পাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান।
গত তিন বছর ধরে মাহবুব পরিচালনা করছেন “The Change Bangladesh” নামের একটি সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। তিনি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন।
এছাড়া, অসুস্থ শিশুদের রক্ত জোগাড়ে সহায়তার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন “ব্লাড খুজি” নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি সময়ে রোগীদের জন্য রক্তদাতা খুঁজে দিতে সহায়তা করে।
নিজের অর্জন সম্পর্কে মাহবুব বলেন,
“শিশুরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতকে রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।”

ডেস্ক রিপোর্ট 

























