পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া ওরাকজাই জেলায় তিন দিন আগে সেনাবাহিনীর ওপর হামলার পর সেনা-পুলিশ যৌথ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসী নিহত করেছে। পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর বৃহৎ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়।
৮ অক্টোবর ওরাকজাই এবং পার্শ্ববর্তী কুররমে সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) বন্দুক ও বোমা হামলা চালায়, এতে দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক ও মেজর তায়াব রাহাতসহ ১১ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
অভিযান চলাকালীন ওরাকজাই ও ডেরা ইসমাইল খানেও অভিযান চালানো হয়, যেখানে আরও ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলার জন্য সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
সংবাদ বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























