ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শুক্রবার (১০ অক্টোবর) তাঁর নোবেল শান্তি পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী আন্দোলনে ট্রাম্পের ‘সিদ্ধান্তমূলক সমর্থনের’ প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই উৎসর্গ করেন বলে জানিয়েছে এএফপি।
‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, “আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার দুর্ভোগে থাকা জনগণ এবং আমাদের উদ্দেশ্যে সিদ্ধান্তমূলক সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “আমরা বিজয়ের দোরগোড়ায় আছি। আজ, অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক জাতিগুলোকে আমাদের প্রধান মিত্র হিসেবে গণ্য করছি স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের পথে।”
এক বছর ধরে আত্মগোপনে থাকা মাচাদো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও তাঁর বিকল্প প্রার্থী, সাবেক কূটনীতিক এডমান্দো গঞ্জালেজ উরুটিয়ার পক্ষে প্রচার চালিয়েছেন—যাকে আন্তর্জাতিক মহল প্রকৃত বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকারের জন্য মাচাদোর “অবিরাম কাজ” ও “স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের সংগ্রাম”-এর স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
৫৮ বছর বয়সী এই নেত্রী মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক চাপের পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন এবং তা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের “প্রয়োজনীয় পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাচাদোর সেই পোস্টটি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি প্রার্থী হেনরিক ক্যাপ্রিলসও এক্স-এ লিখেছেন, “এই স্বীকৃতি শান্তি ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইকে আরও অনুপ্রাণিত করবে।”

ডেস্ক রিপোর্ট 
























