ওয়েস্টইন্ডিজকে নিয়ে ছেলেখেলা করল আফগানিস্তান

আইসিসি বিশ্বকাপের আগে কোয়ালিফায়ার ম্যাচে এবার মুখোমুখি হতে যাচ্ছে র‍্যাংকিংয়ে আট এর বাইরে থাকা দল গুলো। আর সেই তালিকায় আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নস ওয়েস্টইন্ডিজ। তবে মুল লড়াইয়ে নামার আগে ওয়ার্মআপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাই পেল ক্যারিবিয়রা। ২৯ রানে হেরেছে ক্রিকেটের শক্তিশালী হতে থাকা আফগানদের বিপক্ষে।

বৃষ্টির কারনে ম্যাচের দৈর্ঘ কমে আসে ৩৫ ওভারে। আর ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৩ রান করে আফগানিস্তান। শুরুতে ক্যারিবিয় বোলারদের তোপে মাত্র ৭১ রানেই ৮ উইকেটে হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। তবে ৮ নম্বরে নামা সেনোয়ারী ও ১০ নম্বরে নামা গুলবদন নায়েবের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৬৩ রান করে আফগানিস্তান। নায়েব ৪৮ ও সেনোয়ারী ৪২ রান করেন।

জবাবে আফগানিস্তানের সম্মিলিত বোলিং আক্রমনের সামনে দাড়াতেই পারেনি ক্যারিবিয়রা। অল আউট হয়েছে মাত্র ১১০ রানেই। গেইল করেছেন মাত্র ৯ রান। সর্বোচ্চ ৩৬ রান করেছে লুইস। এছাড়া ৩৪ রান করেছে স্যামুয়েলস। বাকি ৯ ব্যাটসম্যানই আউট হয়েছে দুই অংকের নিচেই।

আফগানিস্তানের হয়ে হ্যাটট্রিক করেন দৌলত জাদরান। তুলে নেন চারটি উইকেট।