ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজেও হেরেছে বাংলাদেশ। এমনকি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাজেভাবে হেরেছে তারা। টাইগারদের সামনে এখন শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যার নাম নিদাহাস ট্রফি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান বাজে থাকলেও সেই বাংলাদেশকে নিয়েই ভয় ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের।
তার মতে, টি-টোয়েন্টিতে যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের। আসন্ন ত্রিদেশিয় সিরিজকে সামনে রেখে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ ছেপেছে গাভাস্কারের কলাম। আর সেখানেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে লিখেছেন সাবেক এই ক্রিকেটার।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ তাদের খেলার জায়গাটা অনেক উপরে নিয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর তারা যে শুধু টি-টোয়েন্টিতে অভিজ্ঞ হয়েছে, এমনটা নয়, বরং বাড়তি পাওয়া হিসেবে বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে তাদের কাছ থেকে শিখেছে অনেক কিছু।’ এই কারণেই তিনি মনে করেন, ‘তারা এখন নির্ভীক ক্রিকেট খেলে এবং এই ফরম্যাটে বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে।’