লা লীগার এই সিজনটা বেশ খারাপেই গিয়েছে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের। লা লীগা শিরোপা তো হাতছাড়া হয়েই গেল, আর এখন জিদানের দলের টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতা। তaাই তো দলের অন্যতপম গূরত্বপূর্ন খেলোয়াড় রোনালদো এখন বেছে বেছে ম্যচা খেলছেন।
যেহেতু লা লিগার শিরোপা জয়ের চিন্তা নেই। সামনে যেহেতু শুধুই চ্যাম্পিয়ন্স লিগের লড়াই, এ কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোও ম্যাচ খেলছেন বেছে বেছে। কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মাঠে নামছেন না তিনি। এর একটাই কারণ, নিজেকে ইনজুরিমুক্ত রাখা। একে তো দলের সামনে চ্যাম্পিয়ন্স লিগের এখনও হাতছানি রয়েছে, তারওপর সামনেই বিশ্বকাপ। এ কারণেই, নিজেকে বাঁচিয়ে খেলার চেষ্টা করছেন রোনালদো।
আর রোনালদোর এই টেকনিকটিকেই কাজে লাগাতে চান মেসি। এমনটাই জানিয়েছে স্পেনের জনপ্রিয় পত্রিকা দিয়ারী গোল। পত্রিকাটির বরাত দিয়ে বলা হয়,’ মেসি পরিকল্পনা করছেন রোনালদোকে অনুসরণ করবেন। সব ম্যাচ খেলবেন না তিনি। বাছাই করে করে গুরুত্বপূণর্ভ ম্যাচগুলো খেলবেন।’