অবশেষে নিদহাস ট্রফিও খেলতে পারছেন না সাকিব!

আগামী ৬ই মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নিদহাস ট্রফি। সেই ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব থাকলেও সাকিবের খেলা নিয়ে সংশয় ছিলো যে, সাকিব প্রথম ২-৩টি ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু ব্যাংককে যাওয়ার পরেই নিশ্চিত হওয়া গেল সাকিবের ডাক্তাররা তাকে অন্তত দুই সপ্তাহ ফিজিওথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এবং সেটা থাইল্যান্ডে থেকেই।

এই ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ জানান,’ থেরাপি দিতেই হবে। তবে সেটা ১৪ দিন, ১০ দিন নাকি ৭ দিন সেটা সাকিবের আঙুলের অগ্রগতির উপর নির্ভর করবে। তবে থেরাপি পর্ব শেষ হবার পর আরও কয়েকদিন লাগবে তার অবস্থা পর্যবেক্ষণের জন্য। তার মানে যদি অন্তত ১০ দিনও থেরাপি দিতে হয়, তারপরও সাকিবের মাঠে নামতে দুই সপ্তাহ লাগবে।

আর যদি দুই সত্যিই দুই সপ্তাহের মতোই লেগে যায় তাহলে সাকিবের আর খেলা হচ্ছে না নিদহাস ট্রফি। কেননা আগামী ৬ই মার্চ থেকেই শুরু হতে যাচ্ছে নিদহাস ট্রফি। যা শেষ হবে আগামী ১৮ই মার্চ। আর এই সিরিজের শেষ ম্যাচ হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ই মার্চ।