অসদাচরণের প্রমাণ মিলেছে সেই ডিআইজি মিজানের বিরুদ্ধে

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে উঠা নারী কেলেঙ্কারির অভিযোগে তদন্তে কমিটি গঠন করে পুলিশ সদরদপ্তর। অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরাইশীর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণ মাধ্যমে পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন একই পত্রিকায় ‘এক সংবাদপাঠিকার জীবনও বিষয়ে তুলেছেন ডিআইজি মিজান’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ হয়। এর পর প্রকাশিত হয় ‘অস্ত্রের মুখে সংবাদপাঠিকাকে তুলে নেয়ার সময় জনতার রোষানলে পড়েন’ শিরোনামে আরও একটি প্রতিবেদন। এরপরই ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়।