ডেম্বেলে ম্যারাডোনার মতই ভালো: পচেত্তিনো

বেলজিয়াম তারকা মুসা ডেম্বেলে। তিনি বর্তমানে খেলেন ইংলিশ ক্লাব টটেনহামে। বেলজিয়াম এই তারকার পারফর্মেন্সে মুগ্ধ টটেনহাম কোচ পচেত্তিনো এবার ডেম্বেলেকে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার সাথে করলেন তুলনা। শুধু ম্যারডোনাই নয়, ডেম্বেলে তিনি পরবর্তি রোনালদিনহো হিসেবেও ভাবতে শুরু করে দিয়েছেন। এমনকি অনেকেই টটেনহাম তারকা হ্যারি কেনের চেয়েও সেরা মনে করেন ডেম্বেলেকে।

পচেত্তিনো বলেন, আমি পূর্বেই বলেছি মুসা ডেম্বেলে ফুটবলের একটি প্রতিভা। সে হতে পারে আগামীর রোনালদিনহো বা ম্যারডোনা। সে বর্তমান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা এবং অনেকটাই রোনালদিনহোর মত।

এদিকে টটেনহামে বর্তমানে দারুন ছন্দে আছে হ্যারি কেইন। তবে টটেনহাম কোচের মতে, অনেকেই মনে করেন হ্যারি কেইনের চেয়েও ভালো ডেম্বেলে। কিন্তু হ্যারি কেইনকে সেরা করার পেছনে সবচেয়ে বেশি উৎসর্গ করেছে ডেম্বেলে। আপনি যদি সবাইকে জিজ্ঞাস করেন টটেনহামের সেরা খেলোয়ার কে? তাহলে আমার মনে হয় অধিকাংশ ভোটই যাবে ডেম্বেলের দিকে। শুধু মাত্র একটা জিনিসই সে ম্যাচে পায় না। সেটা হল পর্যাপ্ত গোল।