নিদাহাস ট্রফিতে কোহলি-ধোনিরা না থাকায় যা বললেন সুমাথিপালা!

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের। কিন্তু আসন্ন এই সিরিজের জন্য বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মত তারকাদের বিশ্রাম দিয়েছে ভারত।

উপমহাদেশের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে তারা অন্যতম। আর তাদের ছাড়া আসন্ন ত্রিদেশীয় সিরিজ রঙ হারাবে বলেই মনে করছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে ভারত। তাদের সামনে রয়েছে আরও অনেক ম্যাচ। আর তাই ধিনায়ক কোহলি, ধোনি ছাড়াও পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে দলটি।

অন্যদিকে লঙ্কান দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গার মত ক্রিকেটার। এমনকি উদ্ধোধনী ম্যাচেই হল ভারত-শ্রীলঙ্কার। এ প্রসঙ্গে লঙ্কান বোর্ড সভাপতি বলে, ‘শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে খেলবে, কোন নির্দিষ্ট খেলোয়াড়ের বিপক্ষে নয়। আমরাও অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, আসেলা গুনারত্নে, লাসিথ মালিঙ্গাকে রাখি নি।’