বাংলাদেশ দলের নতুন বোলিং কোচের নাম ঘোষনা

আগামী ৬ই মার্চ থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিদহাস ট্রফি। সেই ট্রফিতে বাংলাদেশ দলের বোলিং কোচ এর দায়িত্বে থাকা ওয়ালশ পালন করবেন মেইন কোচের দায়িত্ব। আর সেই হিসেবেই নতুন বোলিং কোচের নাম প্রকাশ করলো বিসিবি। আর সেই বোলিং কোচের দায়িত্বে থাকবেন হাই পারফর্মেন্স দলের বোলিং কোচ চম্পাকা রামানায়েকে।

আর তাকে বোলিং কোচের দায়িত্ব দেওয়ার যুক্তিও উপস্থাপন করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন। নিজামউদ্দিন বলেন ,’“টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হেলমট ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। বোলিং কোচ হিসেবে চাম্পাকাকে যুক্ত করেছি।”

নিজামউদ্দিন আরো বলেন ,’“এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর। তাই আমরা ঠিক করেছি, এই কয় জনের মধ্যে আমরা সীমিত রাখব।”