মিরপুরকে নিষিদ্ধ করতে এবার আইসিসির নতুন নাটক

এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে বিসিবি কিংবা গন মাধ্যম কাউকে কিছু না বলেই সরাসরি আইসিসির কাছে রিপোর্ট করে দেন ম্যাচ রেফারী। আর যাতে করে মিরপুর স্টেডিয়ামে যোগ করা হয় ১ ডিমরিট পয়েন্ট। আর এরপরে এই নিয়ে তেমন কিছুই বলেনি বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের পরই শঙ্কা জেগেছিল, আইসিসির নতুন নিয়ম অনুসারে না আবার মিরপুর শেরে বাংলার উইকেট নিয়ে কোনো বাজে রিপোর্ট দিয়ে বসেন ম্যাচ রেফারি ডেভিড বুন। যে শঙ্কা জেগেছিল, সেটাই সত্যি প্রমাণিত হয়েছে অবশেষে। ম্যাচ রেফারি ডেভিড বুন মিরপুরের শেরেবাংলাকে ‘গড় পড়তার চেয়েও খারাপ’ (বিলো এভারেজ) বলে অভিহিত করেছেন। যে কারণে, একটি ডিমেরিটস পয়েন্ট যোগ হয়ে গেছে মিরপুরের আমলনামায়।

কিন্তু এই রিপোর্টের পরে এবার আর বসে থাকেনি বিসিবি। কেননা এই এক ডিমেরিটস পয়েন্টের মাধ্যমেই মিরপুর স্টেডিয়াম বহিস্কারের প্রক্রিয়া আরেকধাপ এগিয়ে যাবে। তাই বিসিবি থেকেও করা হয় আপিল। বিসিবির এই আপিলের শুনানী ধার্য করা হয়েছে ১৪ই মার্চ।