মুখোমুখি লড়াইয়ের আগে এবার যা বললেন স্মিথ-এলগার!

আগামীকাল বৃহস্পতিবার কিংসমেডে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হবে ম্যাচটি। একদিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দাপুটে জয়ের সুখস্মৃতি নিয়ে আসছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ঘরের মাটিতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোন ঝুঁকি নিতে চান না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন সন্দেহই নেই এটা একটা কঠিন সফর। ঘরের মাঠে যেমন কন্ডিশন থাকে এখানেও অনেকটা তেমনই। কিন্তু আমরা দেশের বাইরে এবং ওরা ভাল দল।’

অন্যদিকে ভারতের বিপক্ষে সিরিজের সর্বশেষ টেস্টে পাঁচ পেসার নিয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন কিছু দেখতে চান দলটির ওপেনার ডিন এলগার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাই সব ফাস্ট বোলার ও একজন স্পিনার খেলুক। আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার গতি একটু ধীর হওয়া দরকার, ওরা এর সাথে অভ্যস্ত নয়।’