যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে থেকে সাড়ে ছয় মন গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সীমান্ত রঘুনাথপুর ও ২ নম্বর ঘিবা সীমান্তের দুধের বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্হায় এ গাঁজা উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা বাংলাদেশের রঘুনাথপুর ও ঘিবা সীমান্তের কাছে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্হিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা গুলি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে প্রায় সাড়ে ৬ মন গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে,কর্নেল আরিফুল হক।