যে কারণে দল থেকে বাদ পড়লেন জাকির-আফিফ!

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের।

আর সেই সিরিজের জন্য এবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, জাকির হাসান, মেহেদী হাসান ও মোহাম্মদ মিথুন।

জাকির ও আফিফের বাদ পড়া নিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা তামিমের বিকল্প হিসেবে জাকিরকে নিয়েছিলাম। তামিম ইকবাল ফেরায় জাকির বাদ পড়েছে। আফিফকে নিয়েছিলাম সাকিবের বদলে। যেহেতু সাকিব ফিরেছে ,তাই আফিফ নেই।’