সাব্বিরকে নিয়ে মিডিয়াতে যে ভুল কথা বলেছিলেন প্রধান নির্বাচক

গতকালকেই ঘোষনা করা হয় ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড। সেই স্কোয়াডে অনেকটাই অনাখাংখিতভাবে নেওয়া হয় আলোচিত ব্যাটসম্যান সাব্বির রহমানকে। আর সেটার কারন জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিডিয়াতে বলেন ,’ গত বছরের সেরা ব্যাটস্ম্যশান ছিলেন সাব্বির রহমান। গত বছরে তারেই টি-টুয়েন্টির পারফর্ম্যান্স সবচেয়ে সেরা ছিলো। কিন্তু পরিসংখ্যান ঘেটে দেখা যায় গতবছরের সবচেয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন সৌম্য সরকার।

ছয় ম্যাচ খেলে ২০৫ রান করে সৌম্য বনেছিলেন ২০১৭ সালের বাংলাদেশের সেরা টি-২০ ব্যাটসম্যান। সেদিক থেকে বেশ খানিকটা পেছনে ছিলেন সাম্প্রতিক সময়ের আলোচিত-সমালোচিত ক্রিকেটার সাব্বির রহমান। ২০১৭ সালে টি-২০-তে তিনি ছিলেন ষষ্ঠ বাংলাদেশি রান সংগ্রাহক। পুরো বছরে পাঁচটি টি-২০ ম্যাচ খেলে সাব্বিরের রান ছিল মাত্র ৬০। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৯ রানের! আর সেটা ধারের কাছেও ছিলো না সৌম্যয়ের।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘গত বছরে সাব্বিরই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন। গত এক বছর ওর টি-টোয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর।’

নান্নু আরো বলেন ,’ সাব্বির এখন পিসিএলে আছেন। সেখান থেকেই ফর্মে ফিরে তিনি খুব তাড়াতাড়িই ফর্মে ফিরবেন। আর সাব্বির যেহুতু এর আগেও ভারতের সাথে খেলেছে তাই তার অভিজ্ঞতার জন্যেই আমরা তাকে নতুন করে দলে নিতে চাচ্ছি।’