২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী রাহুল দ্রাবিড়!

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ব্যাটিং লিজেন্ড রাহুল দ্রাবিড়কে পেতে ক্যাম্পেইন শুরু করেছেন সমর্থকরা।

এর কারণ হিসেবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শিরোপা জয়ের পর বিসিসিআই খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বোনাস ঘোষণা করে। যেখানে প্রধান কোচকে ৫০ লাখ ও কোচিং স্টাফের অন্য সদস্যদের জন্য ২০ লাখ রূপি পুরষ্কার ঘোষণা করা হয়। আর প্রধান কোচ হিসেবে কোচিং স্টাফদের মধ্যে বোনাসের বৈষম্যের প্রতিবাদ করেন দ্রাবিড়। সবাইকে সমহারে অর্থ প্রদানের দাবি জানান তিনি।

এর প্রেক্ষিতে বিসিসিআই প্রত্যেক কোচিং স্টাফকে ২৫ লাখ রূপি করে বোনাস প্রদান করে। নিজে বঞ্চিত হন ২৫ লাখ রূপি থেকে।

দ্রাবিড়ের এই মহানুভবতায় মুগ্ধ সমর্থকরা। যে কারণে সমর্থকরা টুইটারে সাবেক এই ক্রিকেটারকে ভারতের প্রধানমন্ত্রী করার দাবি জানায়। ভিশাল দাদলানি নামের একজন প্রশ্ন করেছেন, দয়া করে আমরা কি দ্রাবিড়কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি না?

ভবিক নামে একজন লিখেছেন, যে দল রাহুল দ্রাবিড়কে প্রধানমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেবে আমি তাদেরকেই ভোট দেব।

নিয়ন নামে একজন লিখেন, রাহুল দ্রাবিড়ের উচিত জাতিকে নেতৃত্ব দেয়া। দাওরিকা ইউনিরাল নামে একজন লিখেছেন, ২০২৪ সালের জন্য প্রধানমন্ত্রী দ্রাবিড়!