৩ বার বোলিং এ নিষিদ্ধ হওয়ার পরে আইসিসির নিকট যে অনুরোধ হাফিজের

একসময় খুব জনপ্রিয় একজন অলরাউন্ডার ছহিলেন পাকিস্তানের প্রফেসর খ্যাত মোহাম্মদ হাফিজ। কিন্তু দুসরা করতে গিয়ে বারবার হাত বাকিয়েছেন ১৫ ডিগ্রির বেশি। আর নিষিধাজ্ঞার কবলে পড়ছেন ৩ বার। আর নিজের ক্যারিয়ারকে ফেলেছেন হুমকির মুখে।

এই ব্যাপারে মোহাম্মদ হাফিজ বলেন ,’ দুসরা ক্রিকেট বৈচিত্র্যের একটি অংশ। দুসরাকে টিকিয়ে রাখতে আইসিসিকে ১৫ ডিগ্রীর নিয়মে শিথিলতা আনতে বলছেন।হাফিজের ভাষায়, ‘আমার মনে হয়, দুসরাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। সাকলাইন মুশতাক, সাঈদ আজমলরা আমাদের অনেক দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছেন। দুসরাকে নিষিদ্ধ করা উচিত নয় আইসিসির। বরং এটি যাতে ক্রিকেটের অংশ হিসেবে থেকে যায় তার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হোক।

উল্লেখ্য যে, এর আগে মুত্তিয়া মুরালীধরন,হরভজনরা দুসরা করলেও এই দুসরা করতে গিয়ে বোলিং অ্যাকশনের কবলে পড়তে হয় কেবল পাকিস্তানী ক্রিকেটারদেরেই। এর আগে আজমল এবং পরে হাফিজকে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে।