অবশেষে স্বীকার করলেন হাথুরু

শুক্রবারের ম্যাচট বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য একরকম অলিখিত সেমি-ফাইনাল। নিদাহাস ট্রফির গ্রুপ পর্বে দুদলের শেষ ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। গ্রুপপর্বে আগের তিন ম্যাচে একটি করে জয়ে পায়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের পয়েন্ট সমান ২। াআগামী কালের খেলায় যে দল জিতবে তারাই ভারতের সাথে ফাইনাল খেলবে।

এদিকে একেতো ঘরের মাঠে খেলা। তার উপর স্বাধীনতা কাপ বলে কথা। এমন টুর্নামেন্টের ফাইনালে দর্শক হতে চায় না কোন আয়োজক দলই। শ্রীলঙ্কাও এর ব্যতিক্রম নয়। কিন্তু সে শংকা উড়িয়ে দিতে পারছে না তারা। কারণ আগের ম্যাচেই তাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২১৪ রানের রানের পাহাড় গড়েও হেরেছে। তাই কপালে দুশ্চিন্তার ভাঁজই পড়েছে দলটির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আর টাইগারদের ডেরায় সাকিব আল হাসান যোগ দেওয়ায় সে ভাঁজটা আরও চওড়া হয়েছে। তাই অলিখিত সেমি-ফাইনালে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়েছেন টাইগারদের সাবেক এ কোচ।

নিদাহাস ট্রফির অঘোষিত সেমি-ফাইনালে শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এমন ম্যাচে নামার আগে টাইগারদের বিপক্ষে খেলা শেষ ম্যাচ নিয়ে ভাবতেই হচ্ছে হাথুরুকে, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের কিছুটা চাপে ফেলে দিয়েছে। ২১৪ রান করার পর আপনি খুব বেশি ম্যাচ হারবেন না। তারা আমাদের বোলারদের চাপেই রেখেছিলো। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তাই তাদের কৃতিত্ব দিতেই হবে।’

নিজেদের দুর্বলতাকেও স্বীকার করে নিয়ে লঙ্কান কোচ বলেন, ‘আমার মনে হয় না আমরা ভালো বল করেছি, আমাদের এটা মানতেই হবে। তবে এটাও বলছি ছয় জন বোলার বা পাঁচজন বোলার সবাই ওভার প্রতি ১০ রানের বেশি দেবে এমন খুব বেশি একটা হবে না আপনার ক্যারিয়ারে।’