অস্ট্রেলিয়া দল এখন দুঃসময় পার করছে বটে সর্বশেষ বল টেম্পারিংয়ের অভিযোগে ফেসে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। এর পরে পরেই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক পদত্যাগ করেন। আর অস্ট্রেলিয়া দলের এই দুঃসময়তে আবারো দলের হয়ে ফিরতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ক্লার্কের কাছে জানতে চাওয়া হয়, বয়সটা তো মাত্র ৩৬; দলের এই দুঃসময়ে নেতৃত্বে ফিরতে পারেন কি না? অজি দলের সাবেক অধিনায়কের উত্তর, ‘যদি আমাকে সঠিক ব্যক্তিটি এই কথা বলে, তবে অবশ্যই এর উত্তর নিয়ে ভাবব।’
উল্লেখ্য যে, ২০১৫ সালে এই ক্লার্কের অধীনেই ২০১৫ বিশ্বকাপ জিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।