সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ এপ্রিল পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। এবারের আসরে ভারতীয় অধিনায়ক বিরাটকে নিয়ে দারুণ এক দল গঠন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই দলে রয়েছে বিশ্বসেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট এবি ডি ভিলিয়ার্স, ম্যাককালাম ও ডি ককের মতো তারকা ক্রিকেটারেরা।
এবার তাদের সঙ্গে বিরাটের দলে যোগ দিয়েছে আরেক তারকা। আইপিএলের কিছু দিন বাকি থাকতেই নিউজিল্যান্ডের তারকা কোরি অ্যান্ডারসনকে স্কোয়াডে ভিড়ালো বেঙ্গালুরু। আর এ ব্যাপারে শনিবার (২৪ মার্চ) আইপিএলের টেকনিক্যাল কমিটি নিশ্চিত করেছে।
মূলত নাথান কোল্টার-নীলের ইনজুরির কারণেই কোরি অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। গত বছরের নভেম্বর থেকে ইনজুরিতে নীল। যার ফলে অ্যাশেজ মিস করেছেন তিনি। তবে এবার তার ইনজুরিতে কপাল খুলেছে অ্যান্ডারসনের। গত আসরের কলকাতায় খেলে ১৫ উইকেট শিকার করা নাথানকে এ আসরে রাখেনি কলকাতা। আর সে সুযোগে দুই কোটি বেস প্রাইজে কিনে নেয় বেঙ্গালুরু।