বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। এর ব্যাতিক্রম নয় আর্জেন্টিনাও। এর আগের প্রীতি ম্যাচ ইটালীকে হারানো বর্ত্মান রানার্স আপরা আজ মুখোমুখি হচ্ছে হট ফেভারিট স্পেনের। তবে এই ম্যাচে খেলতে পারছেন না মেসি।
গোল ডট কম থেকে জানা যায়, আজ মাঠে আনাম্র আগ পর্যন্ত মেসির দিকে তাকিয়ে ছিলো আর্জেন্টিনার টিম অথোরিটি কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে না ফেরায় আজকের ম্যাচেও ডগআউটে বসে থাকতে হবে মেসিকে।
তবে মেসির খেলাটা এতো গূরত্ব মনে করছেন না আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। এর আগে এক সংবাদ সম্মেলনে সাম্পলি বলেন,’ এখন যাই হোক না কেন, বিশ্বকাপ ফিট মেসিকে দেখতে চায় আর্জেন্টিনা।