আজ ভারতের বিপক্ষে যার উপর ভরসা রাখছেন মাহমুদউল্লাহ!

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আজ ১৪ মার্চ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আবারো ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে কাটার মাস্টার মোস্তাফিজের উপর ভরসা রাখছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার কলম্বোতে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার চোখে আমাদের দলের জন্য সে এক অসাধারণ বোলার। ও খুবই ভালো করছে। এমন উইকেটে খেলা হচ্ছে যেখানে উইকেট আসলে ব্যাটসম্যানদের সহায়ক।’

টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। এছাড়াও ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন তিনি। তবে লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহীমের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ।

তবে ইনজুরি থেকে মোস্তাফিজকে যখন একটু একটু করে আগের অবস্থায় দেখা যাচ্ছে তখন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ তাকে দারুণ বিশ্বাস যোগাচ্ছেন। তিনি বলেন, ‘মোস্তাফিজ অসাধারণ অবস্থাতে আছে। আর সে আমাদের স্ট্রাইক বোলার। আমি সবসময় তার পাশে আছি।’