‘ইনিয়েস্তার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো’

লা লীগায় অ্যাটলেটিকোর সাথে মহাগূরত্বপূর্ন ম্যাচটীতে ১-০ গোলে জয় পায় মেসির দল বার্সেলোনা। আর সেই ম্যাচে ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়েন বার্সার নিয়মিত অধিনায়ক ইনিয়েস্তা। আর ইনিয়েস্তার ইনজুরির পর বার্সাকে ভাবতে হচ্ছে দল নিয়ে।

কেননা আগামী মঙ্গলবার ঘরের মাঠে চেলসির বিপক্ষে লড়তে হবে বার্সাকে। আর সেই হিসেবকে সামনে রেখেই দলে ইনিয়েস্তাকে খুব করে চাচ্ছেন বার্সার কোচ আর্নেস্টো ভালভার্দে। ভালভার্দে বলেন , ‘চেলসির বিপক্ষে আমরা খুব করে চাচ্ছি ইনিয়েস্তাকে।সে আমাদের দলের খুব একজন অভিজ্ঞ এবং পরিশ্রমী একজন খেলোয়াড়। সে একাই পারে দুই দলের মধ্যে ব্যাবধান গড়ে দিতে।’

শেষ পর্যন্ত িনিয়েস্তার ছিটকে যাওয়া নিশ্চিত না হলেও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অধিনায়কের জন্য অপেক্ষা করবে দল। ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

শেষ পর্যন্ত ইনিয়েস্তা যদি খেলতে না পারেন, তাহলে বিকল্প তো আছেই। সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে হবে লিভারপুল থেকে নিউ রিক্রুট ফিলিপে কৌতিনহোকে।