একাধিক মহিলার সাথে শারীরিক সম্পর্ক ভারতীয় ক্রিকেটারের, দাবী স্ত্রীর

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে একাধিক পোস্ট করে শামির স্ত্রীর অভিযোগ, বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক রয়েছে শামির। এমনকী শামির বিরুদ্ধে তাঁকে মারধর এবং নির্যাতনের অভিযোগ এনেছেন হাসিন জাহান। আইনি পরামর্শও নিচ্ছেন তিনি।

যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও মহম্মদ শামির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিসিসিআই-এর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

শামির সঙ্গে কয়েকবছর আগেই বিয়ে হয় হাসিন জাহানের। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। শামির স্ত্রীর অবশ্য অভিযোগ, তাঁর এবং তাঁদের মেয়ের প্রতি কোনও দায়িত্বই পালন করেন না শামি। শুধু তাই নয়, নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস করে দিলে তার পরিণতি ভাল হবে না বলেও হুমকি দিয়েছেন তারকা পেসার।

শামির স্ত্রীর দাবি, শুধু ভারতীয় নয়। পাকিস্তান-সহ একাধিক বিদেশি মহিলাদের সঙ্গেও সম্পর্ক রয়েছে শামির। তাঁদের সঙ্গে শামির শারীরিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন হাসিন জাহান। নিজের দাবির স্বপক্ষে শামির ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বেশ কিছু চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন শামির স্ত্রী। শুধু তাই নয়, ভারতীয় দলের হয়ে কোনও সফরে গেলেই ওই মহিলাদের শামি নিজের ঘরে ডেকে নেন বা তিনি তাঁদের ঘরে যান বলেও অভিযোগ করেছেন শামির স্ত্রী।

সংবাদমাধ্যমেও মুখ খুলেছেন হাসিন জাহান। তাঁর অভিযোগ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময়ে দুবাইতে দেড় দিন মতো থাকেন শামি। সেখানেও তাঁর সঙ্গে দুই তরুণী ছিলেন। এর যাবতীয় প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন শামির স্ত্রী।

হাসিন জাহানের দাবি, শামিকে ভালবাসতেন বলেই এতদিন চুপ করে ছিলেন তিনি। কিন্তু এখন সবই সহ্যের সীমার বাইরে চলে গিয়েছে। যদিও, তিনি এসব অভিযোগ তুললেও তাঁর কিছু যাবে আসবে না বলেই শামি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটার পত্নী।

এ বিষয়ে মহম্মদ শামির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোন পাওয়া যায়নি। একটি নিউজ চ্যানেলের পক্ষ থেকে বিসিসিআই-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এটি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা এবং এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শামির আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।