গকালের ফাইনাল ম্যাচে গ্যালারী ভর্তি ৯০ ভাগ মানুষ যে শ্রীলঙ্কার ছিল সেটি অন্তত নিশ্চিত ছিল। কিন্তু বাকি দশ ভাগ বাংলাদেশ ভারতের ছিল। যালারিতে খেলা দেখতে আসা শ্রীলঙ্কার দর্শকেরা যেসব করলো সেটি নিঃসন্দেহে বাংলাদেশি ক্রিকেটার এবং সমর্থকদের মর্মাহত করেছে নিঃসন্দহে । ম্যাচ শেষে যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা চোখ মুছতে মুছতে মাঠ ছাড়ছে তখন প্রতিপক্ষ দল বিজয়ের হাসি নিয়ে মাঠ চক্কর দিচ্ছে।
ঠিক তখনই এমন এক দৃশ্যর অবতরন হলো যা অদ্ভুত এক কান্ড। এক শ্রীলঙ্কান তাদেরই পতাকা হাতে সমর্থন দিচ্ছে ভারতকে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। গোটা ম্যাচ জুড়ে ছিল বাংলাদেশ দলকে দুয়োধ্বনি কম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও গ্যালারী থেকে যেসব কথা শোনা যাচ্ছিল সেসব বলার মত না। এমন কি সাকিব আল হাসানকেও তারা বাজে মন্তব্য করেছেন ছুড়েছেন পানির বোতল। তবে এসব কর্ণপাত করেননি তিনি । সাকিব বলেন, আগে যত বারই খেলতে এসেছি তারা এমনই করেছে এ আর নতুন কি? যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ বন্ধু ভাবতো। সেই ,তারাই এমন আচরন করছে।
এখন স্বভাবতি প্রশ্ন উঠেছে বাংলাদেশ কার বিরুদ্ধে খেলছে ভারত না শ্রীলংকা!