ঐ ঘটনা নিয়ে যা বলল শ্রীলঙ্কা

বাংলাদেশ সফরে এসে ত্রিদেশীয় সিরিজ, ওয়ানডে এবং টি-২০ সিরিজ জয় করেই দেশে ফিরে গিয়েছিল শ্রীলঙ্কা। তাই আত্মবিশ্বাসী ছিলেন লঙ্কানরা। নিজেদের মাঠে, চেনা পরিবেশে দাপিয়ে বেড়াবেন – এটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব পাল্টে দিলো বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে দুই দেখায় দুটি ম্যাচেই মাহমুদুল্লাহ-সাকিবদের কাছে হেরে গেলো শ্রীলঙ্কা। তার ওপর ঘি ঢেলে দিলো শেষ মুহূর্তের একটি ঘটনা।

দুটি নো বলের একটিও না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন অধিনায়ক সাকিব আল হাসান। নেমে আসেন ড্রেসিং রুম থেকে। আম্পায়ারকে আবেদন করেও উত্তর না পেয়ে মাহমুদুল্লাহকে ক্রিজ থেকে চলে আসতে বলেন। তবে সেটা শেষ পর্যন্ত হয়নি। জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উত্তেজনার এই মুহূর্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা কুশল পেরেরা। তবে তিনি তা এড়িয়ে যান। বলেন, ‘এত ভালো একটা ম্যাচ হয়েছে, সেটা নিয়েই কথা বলি। ৪০ ওভারের মধ্যে একটি ওভার নিয়েই বেশি কথা বলছি। বাকি ৩৯ ওভার নিয়ে কথা বলি।’