কালো ব্যাজ পড়েই মাঠে নামবে টাইগাররা

দেশ জুড়ে চলছে শোক৷সেই আবহেই বুধবার সন্ধ্যেয় নিদাহাস ট্রফিতে ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বেঙ্গল টাইগাররা৷ ফাইনালের দরজা খোলা রাখতে হলে বাংলাদেশের কাছে এই ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ৷

সদ্য নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ৫০ জন৷ যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি৷ ভয়াবহ এই দুর্ঘটনায় শোকাহত তামিম-মাহমুদউল্লাহরা কালো ব্যাজ পরেই মাঠে নামছেন৷ বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপনে সামিল হবেন তাঁরা৷ জানা যাচ্ছে এই ম্যাচে ‘মেন ইন ব্লু’ও বাংলাদেশের শোকে সামিল হবে৷

সোমবার কাঠমান্ডুতে অবতরণ করতে গিয়ে ভেঙ্গে পড়ে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা বিমান৷নিহত হয়েছেন ৫০ জনেরও বেশি৷ এরপর ফেসবুক ওয়াল ভরে ওঠে শোকবার্তায়৷
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফি খেলার জন্য টাইগাররা রয়েছেন শ্রীলঙ্কাতে৷ দূরে থাকলেও দেশের এই শোকে স্পর্শ করেছে মাহমুদউল্লাহদের৷ সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশের পাশাপাশি কালো ব্যাজ পরে নিদাহাস ট্রফির ৫ নম্বর ম্যাচ খেলতে নামার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ৷