খালেদা জিয়া আজ মুক্তি পাচ্ছেন না : মওদুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চারমাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে জামিন পেলে আজই তিনি মুক্ত হতে পারছেননা। সোমবার বিকেলে হাইকোর্টে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়ার) জামিন হওয়ায় আমরা খুশি। তবে আজ তার মুক্তির সম্ভাবনা নেই। জামিন পাওয়ার পর কিছু প্রক্রিয়া আছে। যা সম্পন্ন করতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। আজ আদালতের সময় শেষ হওয়ায় সে প্রক্রিয়াগুলো কাল সম্পন্ন হবে।

খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার না দেখালে তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন খালেদার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন। জামিনের রায়ের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।