বিরাট কি বাবা হতে চলেছেন? ভারত অধিনায়কের একটা টুইটকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই নয়া জল্পনা।
গত বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিরাট-অনুষ্কার বিয়ে। ডিসেম্বরে ইতালির তাসকানিতে বিরুষ্কা জুটি সাত পাকে বাঁধা পড়তেই সেই আলোচনায় দাঁড়ি পড়েছে। কিন্তু এবার এক টুইটের জন্য তিনি ফের শিরোনামে। নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন- ‘বিরাট কি বাবা হচ্ছেন’? কিন্তু হঠাত্ কেন এমন অদ্ভুত প্রশ্ন জেগেছে সকলের মনে?
“এখন অনেক কিছু ঘটছে। শীঘ্রই তোমাদের জানাব”, ৮ মার্চ বিরাটের এই ২ লাইনের টুইট ঘিরেই শুরু হয়েছে সমস্ত জল্পনা। বিরাট অনুগামীদের প্রশ্ন, ‘ওস্তাদ পাপা বননে ওয়ালে হ্যায়’?
উল্লেখ্য বিয়ের দীর্ঘ সময় পর নিজেদের স্বপ্নপুরীতে স্বপ্ন বুনছেন বিরুষ্কা। খেলা থেকে সাময়িক ছুটি নিয়ে বিরাট এখন অনুষ্কার সঙ্গেই রয়েছেন। তাদের রোম্যান্সের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘পরী’। তারপরই বিরাট ভক্তরা পাল্টা টুইটে টুইটে জল্পনা তুলেছেন, তাহলে কি ধরে নেওয়া যায় এবার ছোট কোহলি আসছে?