ডারবান টেস্টের রাশ নিজেদের হাতেই রেখে দিল খোদ অস্ট্রেলিয়া, তৃতীয় দিনের শেষে জয়ের গন্ধ অজিরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৫১ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬২ রানেউই অলআউট হয়ে যায়।
তৃতীয় দিনে ব্যাট হাতে মাঠে নেমে অজিরা প্রথমে বেকায়দায় পড়লেও প্রথম ইনিংসের ১৮৯ রানের এগিয়ে থাকাড়
সুবাদেই ফুর ফুরে ম্যাজাজে অছে স্মিথরা৷ ওপেনিং জুটি ক্যামেরন বেনক্রফ্ট ও ডেভিড ওয়ার্নার ৫৬ রান যগ করেন।
ওয়ার্নার ২৮ ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি টপকে ৫৩ রান ক্রিজ ছাড়েন ক্যামেরন৷ খজা ৬ করে আউট হন।অধিনায়ক
স্মিথ ৩৮ ও শন মার্শ ৩৩ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন৷মিচেল মার্শ প্রথম দফায় ভাল খেললেও দ্বিতীয় দফায়
ব্যাট হাতে ৬ রানের বেশি সংগ্রহ করতে পারেননি৷তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেটে মোট ২১৩ রান করেছে।
অতএব ৪০২ রানের লিড নিয়েছে অজিরা৷ দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন মর্নি মর্কেল ও কেশব মহারাজ৷
এছাড়া দু’টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও একটি উইকেট পার্টটাইমার এলগারের৷