আমরা জনগণের জন্যই রাজনীতি করি আর জনগণই মূল শক্তি।বাঙালিকে দাবায়ে রাখা অসম্ভব। এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে। এ যাত্রা যেন থেমে না যায়। গর্বিত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিশ্বের দরবারে। তা আমরা প্রমাণ করেছি বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন । আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা বলেন।
আজ দেশে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন হচ্ছে।এই উপল্কখে আজ ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছেন জাতি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল জাতির পিতার। যারা বাংলাদেশের অগ্রযাত্রা মানতে পারেননি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু অগ্রযাত্রা থেমে থাকেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপ নেয়ায় জাতির পিতার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরুর পর উন্নয়নের এ স্তরে উত্তরণ এবং জাতিসংঘের সুপারিশপত্র হস্তান্তর করেন।
এছাড়া অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট ও ৭০ টাকার একটি স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় ঢাকায় বের করা হবে বর্ণাঢ্য র্যালি। সান্ধ্যকালীন কর্মসূচিতে রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। তা চলবে ২ ঘন্টা অবদি।
উৎসব উপলক্ষে রাজধানী সেজেছে নতুন সাজে। ফেস্টুন, ব্যানার, পোস্টার, এলইডি লাইটিং, রঙিন পতাকায় শহর সজ্জিত করা হয়েছে